5th Anniversary of Labtex Bangladesh
সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা নিয়ে ৫ম বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পণ করলো দেশের সবচেয়ে বড় সায়েন্টিফিক ষ্টোর ল্যাবটেক্স বাংলাদেশ।
১২ জানুয়ারী, ২০১৯ ইং তারিখে খুব ছোট্ট পরিসরে শুরু হয়েছিল ল্যাবটেক্স বাংলাদেশের পথচলা। গ্রাহকদের ভালো লাগা, ভালোবাসা; সরবরাহকারী, কর্মী, সহকর্মী ও শুভানুদ্ধায়ীদের সহযোগীতা ও আশীর্বাদে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ৫ম বছর অতিক্রম করে ৬ষ্ঠ বছরে পথচলা শুরু করলো দেশের প্রথম ও বৃহত্তম অনলাইন সায়েন্টিফিক ষ্টোর ল্যাবটেক্স বাংলাদেশ।
বিশেষ ধন্যবাদ জ্ঞাপনঃ
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল কাস্টমারকে যারা আমাদের কাছ থেকে নির্দিধায় পণ্য ক্রয় করে আমাদেরকে এই প্রতিযোগীতা পূর্ণ ও বৈষিক পরিবেশে ব্যবসা টিকিয়ে রাখতে সহযোগীতা করেছেন।
আরও ধন্যবাদ জানায় আমাদের সকল সরবরাহকারী ও শুভানুধ্যায়ীদেরকে। বিশেষ করে ধন্যবাদ জানায় উজ্জল ভাই, সোহাগ ভাই, সুমন ভাই, জিয়া ভাই, নুর মোহাম্মদ ভাই, তরিকুল ইসলাম ভাই, মোহসিন ভাই, নাজমুল ভাই, সেলিম ভাই, সুজন ভাই, আওলাদ ভাই, শাহীন ভাই, মুসা ভাই, শহিদ ভাই, সোহেল ভাই আরও অনেককে।
আরও ধন্যবাদ জানায় আমাদের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দকে, যারা সার্বক্ষনিক ল্যাবটেক্স বাংলাদেশের সাথে থেকে নিরলস সহযোগীতা করে যাচ্ছে।
পরিশেষে, সামনের দিনগুলোতেও সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা কামনা করছি।